ফেলোশিপের সঙ্গে কাজের সুযোগ হার্ভার্ডে, যেভাবে আবেদন করবেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০২:১৭ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:২৪ PM
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জন্য বার্কম্যান ক্লেইন সেন্টার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের জন্য ফেলোশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। নির্বাচিত ফেলোরা কেমব্রিজে বসবাসের সুযোগ পাবে। নির্বাচিত ফেলোরা গবেষণা এবং অনুশীলনের মাধ্যমে ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয় নিয়ে কাজের সুযোগ পাবে।
কেন্দ্রটি ইন্টারনেট ও সমাজের সাথে সম্পর্কিত বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে আগ্রহী তরুণদের আমন্ত্রণ জানাচ্ছে। তারা বিভিন্ন স্কলার, প্রাক্টিশনার, উদ্ভাবক, প্রকৌশল এবং শিল্পীদের আবেদন করার জন্য উৎসাহিত করছে। তারা তাদের বার্ষিক ওপেন কলের মাধ্যমে তাদের যৌথ কাজকে এগিয়ে নিতে চায়।
এই প্রোগ্রামটি পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল উদ্ভাবক এবং চেঞ্জ মেকারদের একসাথে কাজের সুযোগ দেয়। ফেলোরা বিভিন্ন শিক্ষার্থী, স্টাফ, অনুষদ সদস্য এবং সম্প্রদায়ের সাথে কাজের সুযোগ পাবে। বার্কম্যান ক্লেইন সেন্টার ফেলোরা নতুন ধারনা, দক্ষতা এবং তাদের প্যাশন প্রদর্শনের সুযোগ পাবে।
নির্বাচিত ফেলোরা ব্যক্তিগত গবেষণা এজেন্ডা নিয়ে কাজ করতে পারবে। তারা ফোকাস স্টাডি অথবা প্রোজেক্ট রাইটিং, অ্যাকশন ওরিয়েন্টেড মিটিং নিয়ে কাজ করতে পারে। সেন্টারে যে বিষয়গুলো নিয়ে কাজের সুযোগ রয়েছে সেগুলো হলঃ শিক্ষা, পাঠাগার, ডিজিটাল হিউম্যানিটিজ, এথিকস এবং গভারনেন্স অফ এ আই, গভারনেন্স অফ টেকনোলজি এবং ইন্টারনেট, ইন্টারনেট হেলথ, জাস্টিস ,ইকুইটি এবং ইনক্লুশন, মিডিয়া, ডেমোক্রেসি এবং পাবলিক ডিসকোর্স, প্রাইভেসি এবং সিকিউরিটি, টেকনোলজি এবং আইন।
ফেলোরা বিভিন্ন ক্যাটাগরির অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এরমধ্যে রয়েছে ১ থেকে ১১ হাজার ৯৯৯ ডলার, ১২ হাজার থেকে২৩ হাজার ৯৯৯ ডলার, ২৪ হাজর থেকে ৩৫ হাজর ৯৯৯ ডলার, ৩৬ হাজার থেকে ৪৮ হাজর ডলার। এছাড়া তাঁরা হার্ভার্ড ইউনিভার্সিটির সকল রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। বিস্তারিত জানতে বার্কম্যান ক্লেইন সেন্টাররের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন...
আবেদনের জন্য লাগবে আপডেট সিভি। একটি পারসোনাল স্টেটমেন্ট যাতে কয়েকটি প্রশ্নের উত্তর থাকবে। প্রশ্নগুলো হলো- আপনি কি ধরনের গবেষণা করতে আগ্রহী? বার্কম্যান ক্লেইন সেন্টার আপনার জন্য সঠিক জায়গা কেন? আপনার পারসোনাল ব্যাকগ্রাউন্ড আপনার গবেষণাকে কিভাবে প্রভাবিত করে? অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর ২৫০ থেকে ৫০০ শব্দের মধ্যে হতে হবে; স্টেটমেন্ট ১৫০০০ বেশি শব্দ অতিক্রম করতে পারবে না।
সাম্প্রতিক কোন কাজের বা পাবলিকেশনের একটি নমুনা। লিখিত ডকুমেন্টের ক্ষেত্রে কোন বই গ্রহণযোগ্য নয়। এছাড়া প্রয়োজন সরাসরি রেফারেন্স দ্বারা পাঠানো ২ টি রিকমেন্ডেশন। আবেদন করা যাবে ১৮ জানুয়ারি, ২০১৯ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে ক্লিক করুন...